২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, থাকছে দ্বিতীয়বারের সুযোগ
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা এবারও ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে অংশগ্রহণ করতে পারবেন এবং থাকছে দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ।
আবেদন শুরুর তারিখ ও সময়সীমা: আবেদন শুরু: ৫ মার্চ, দুপুর ১২টা শেষ তারিখ: ১৫ মার্চ, রাত ১১টা ৫৯ মিনিট
আবেদনের যোগ্যতা:
-
এসএসসি/সমমান: ২০২০, ২০২১, ২০২২ সালে উত্তীর্ণ
-
এইচএসসি/সমমান: ২০২৩ বা ২০২৪ সালে উত্তীর্ণ
ইউনিটভিত্তিক আবেদন যোগ্যতা:
-
ইউনিট A (বিজ্ঞান):
-
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) কমপক্ষে জিপিএ ৩.৫০
-
মোট জিপিএ: কমপক্ষে ৭.৫০
-
-
ইউনিট B (মানবিক):
-
উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০
-
মোট জিপিএ: কমপক্ষে ৬.০০
-
-
ইউনিট C (বাণিজ্য):
-
উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০
-
মোট জিপিএ: কমপক্ষে ৬.৫০
-
-
‘O’ ও ‘A’ লেভেল:
-
‘O’ লেভেল: ৫ বিষয়ে পাস (৩টিতে B গ্রেড সহ)
-
‘A’ লেভেল: ৩ বিষয়ে পাস (২টিতে B গ্রেড সহ)
-
আবেদনের ওয়েবসাইট: www.gstadmission.ac.bd
ছবি আপলোড নির্দেশিকা:
-
৩০০x৩০০ পিক্সেল, স্টুডিও কোয়ালিটি, JPG ফরম্যাট
-
ফাইল সাইজ ১০০ কেবির মধ্যে
-
স্কুল ড্রেস নয়, মুখমণ্ডল ও কান স্পষ্ট থাকতে হবে
সেলফি নির্দেশিকা:
-
আলোকোজ্জ্বল স্থানে তুলতে হবে
-
মুখ ও দুই কান খোলা থাকতে হবে
-
এটি বায়োমেট্রিক যাচাইয়ের কাজে ব্যবহৃত হবে
ভর্তি পরীক্ষা সময়সূচি:
-
ইউনিট C (বাণিজ্য): ৫ এপ্রিল ২০২৫, সকাল ১১টা
-
ইউনিট B (মানবিক): ২ মে ২০২৫, সকাল ১১টা
-
ইউনিট A (বিজ্ঞান): ৯ মে ২০২৫, সকাল ১১টা
-
আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং): বিকেল ৩টা–৪টা
আবেদন ফি:
-
সাধারণ ফি: ১৫০০ টাকা
-
আর্কিটেকচার ব্যবহারিক: অতিরিক্ত ৫০০ টাকা
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ: ১. ইসলামী বিশ্ববিদ্যালয় ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০. বরিশাল বিশ্ববিদ্যালয় ১১. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি ১৪. নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৬. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়