অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বয়স লাগে না: সমন্বয়ক রাফি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে, প্রতিবাদ করতে কোন বয়স লাগে না। আমাদের সঙ্গে যখন কোন অন্যায় করা হবে, তার প্রতিবাদ আমরা সঙ্গে সঙ্গেই করবো। সে যে দলেরই হোক কিংবা ক্ষমতাবান হোক। তার বিরুদ্ধেও প্রতিবাদ করতে হবে।’
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার কালাই সরদারেরচর এলাকায় সেনাবাহিনীর মেজর (অবসরপ্রাপ্ত) রেজাউল করিম রেজা’র আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
খান তালাত মাহমুদ রাফি আরও বলেন, ‘নতুন বাংলাদেশে আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি, এজন্য যখনই অন্যায় দেখবেন তখনই প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ না করলে আপনি নিজেও দোষী হবেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন। এই অন্যায়কারীদের বিরুদ্ধে কথা না বললে আবারও স্বৈরচার মাথাচাড়া দিয়ে উঠবে। এমনকি আবারও তারা ফ্যাসিস্ট হয়ে উঠবে। এতদিন আমাদেরকে কথা বলার সুযোগ দেয় নাই। এজন্যই ১৬ বছর ফ্যাসিস শেখ হাসিনা আমাদেরকে কুক্ষিগত করে রাখছে।’


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক বলেন, ‘আমরা এমন একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশের নেতারা হবে জনবান্ধব। জনগণের কথা শুনবে, জনগণের কথা বুঝবে। নির্বাচনের আগে গ্রামের মানুষকে বিভিন্নভাবে ভোলানো হয়, নির্বাচনের পরে যখন নেতারা চেয়ারে বসে আর কিছুই দেয় না। এজন্য রাজনৈতিকভাবে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে কেউ যেন আর ব্যবহার না করতে পারে।’


সেনাবাহিনীর মেজর (অবসরপ্রাপ্ত) রেজাউল করিম রেজা’র আয়োজনে এলাকায় ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সালাউদ্দিন তানভীর, সেনাবাহিনীর মেজর (অবসরপ্রাপ্ত) রেজাউল করিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশসহ অনেকেই।